চিংড়ি খাওয়া কি?
চিংড়ি ঃ- চিংড়ি যেহেতু এক ধরনের মাছ তাই , চিংড়ি খাওয়া হারাম হবে না ।অনেক আগে চিংড়ি মাছ কে নিয়ে অনেক সমালচনা হইত, কেউ বলতো এটি মাকরুহ কেউ বলতো এটি হারাম আর এখন তো পরিস্কার ভাবে বলা যাই যে চিংড়ি মাছ হালাল খাবার। এই মাছের অনেক উপকারিতা আছে ,এই মাছ শরীরের জন্য অনেক উপকার ।
বস্তুত প্রাণিবিজ্ঞানীদের মতেঃ- চিংড়ি হলো আর্থোপোডা পর্বের অন্তর্ভুক্ত কিন্তু মাছ কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। চিংড়ির দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান, যা কর্ডাটা পর্বের প্রাণীদের মধ্যে দেখা যায় না। এ কারণে তাদের মতে চিংড়িকে মাছ বলা হলেও মাছ নয়।
তবে চিংড়ি কোনো মাছ না হলেও যারা এটা খায় তারা একে কোনো পোকা হিসেবে খায় না; বরং মাছ হিসেবেই খায়, তাই ফকিহদের এক বিশাল অংশ একে মাছ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এটা হারাম হতে পারে না; বরং এটি হালাল।
তাই বলা যাই , চিংড়ি মাছ খাওয়া হালাল ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url