Rajshahi division।রাজশাহী বিভাগ।
রাজশাহী বিভাগ
১-রাজশাহী বিভাগ কত সালে স্থাপিত?
উত্তরঃ-১৯৪৭ সালে।
২-রাজশাহী বিভাগ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ- পদ্মা।
৩-রাজশাহী বিভাগ এ কয়তি জেলা?
উত্তরঃ- ৮টি।
৪-রাজশাহী বিভাগের বড় জেলা কোনটি?
উত্তরঃ- নওগাঁ।
৫-রাজশাহী বিভাগের ছোট জেলা কোনটি?
উত্তরঃ-জয়পুর হাট।
৬-রাজশাহী জেলার প্রাচীন নাম কি?
উত্তরঃ-রামপুর,বোয়ালিয়া।
7-বাংলাদেশ এক মাত্র পুলিশ ট্রেনিং একাডেমী কোনটি এবং তা কোথায় অবস্থিত ?
উত্তর ঃ- সারদা পুলিশ ট্রেনিং একাডেমী , সারদা, রাজশাহী।
৮দেশের একমাত্র পস্টাল একাডেমী কথায় ?
উত্তরঃ-নওদাপাড়া ,রাজশাহী।
৯- সিল্ক সিটি হিসেবে পরিচিত কোন শহর?
উত্তরঃ-রাজশাহী।
১০-বাংলাদেশ রেশম বোর্ড কথায় অবস্থিত?
উত্তরঃ-রাজশাহী।
১১-বাংলাদেশ রেশম বোর্ড কবে স্থাপিত হয়?
উত্তরঃ- ১৯৭৭ সালে।
১২-বাংলাদেশ প্রথম জাদুঘর কোনটি?
উত্তর;-বরেন্দ্র গবেষণা জাদুঘর ।
১৩-বরেন্দ্র গবেষণা জাদুঘর কথায় ?
উত্তরঃ-রাজশাহীতে।
১৪-রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ-১৯৫৩ সালে।
১৫ঃ-রাজশাহী বিশ্ববিদ্যালয় এর আয়তন
উত্তরঃ-৭৫০একর।
১৬-পাবনা জেলা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ-ইছামতি।
১৭-বাংলাদেশ সর্ব পশ্চীম এ থানা কোনটি?
উত্তরঃ-শীবগঞ্জ।
১৮ঃ।পাহাড়পুর কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ- নওগাঁ।
১৯-বাংলাদেশ একমাত্র মানসিক হাসপাতাল কথায় অবস্থিত?
উত্তরঃ-হেমায়েতপুর ,পাবনা।
২০-উত্তরা গনভবন কথায় ?
উত্তরঃ- নাটোর জেলা দিঘাপাতিয়া ইউনিয়ানে।
type by:-Comparekhujun.com
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url