CONCOLO MON AMAR।চঞ্চল মন আমার।




গান নামঃ- চঞ্চল মন(লিরিক্স)

type by- comparekhujun.com

.....................................................................
.....................................................................



চঞ্চল মন আমার শোনে না কথা 
চঞ্চল মন আমার শোনে না কথা 
চঞ্চল মন আমার শোনে না কথা 
চঞ্চল মন আমার শোনে না কথা 

ঘুরিয়া বেড়ায় ওই আকাশের গাঁয়
বিদেশীর সনে দিন কাটায় বিথা
ঘুরিয়া বেড়ায় ওই আকাশের গাঁয়
বিদেশীর সনে দিন কাটায় বিথা

চঞ্চল মন আমার শোনে না কথা
চঞ্চল মন আমার শোনে না কথা

শোনো ওরে মন, তোমারে বলি
আনন্দে কহ রে কালী কালী
শোনো ওরে মন, তোমারে বলি
আনন্দে কহ রে কালী কালী
তোমার স্বপন ভাঙিবে তখন
তোমার স্বপন ভাঙিবে তখন
বুঝিবে তখন তুমি  চঞ্চলতা

চঞ্চল মন আমার শোনে না কথা 
চঞ্চল মন আমার শোনে না কথা 
চঞ্চল মন আমার শোনে না কথা 

comparekhujun.com

বাঁধন-ছাদন দিয়ে রাখা নাহি যায়
মন তুমি হও -স্থির,ধরি তব পায়
বাঁধন-ছাদন দিয়ে রাখা নাহি যায়
মন তুমি হও -স্থির,ধরি তব পায়
তোমার ই মন্দির ভিতর-বাহির
তোমার ই মন্দির ভিতর-বাহির
চঞ্চল করিলে ভবা দাঁড়াবে কোথা
চঞ্চল করিলে ভবা দাঁড়াবে কোথা

চঞ্চল মন আমার শোনে না কথা 
চঞ্চল মন আমার শোনে না কথা 

ঘুরিয়া বেড়ায় ওই আকাশের গাঁয়
ঘুরিয়া বেড়ায় ওই আকাশের গাঁয়
বিদেশীর সনে দিন কাটায় বিথা

চঞ্চল মন আমার শোনে না কথা 
চঞ্চল মন আমার শোনে না কথা 
চঞ্চল মন আমার শোনে না কথা 

শোনো ওরে মন, তোমারে বলি
আনন্দে কহ রে কালী কালী
শোনো ওরে মন, তোমারে বলি
আনন্দে কহ রে কালী কালী
তোমার স্বপন ভাঙিবে তখন
তোমার স্বপন ভাঙিবে তখন
বুঝিবে তখন তুমি চঞ্চলতা
বুঝিবে তখন তুমি চঞ্চলতা

মন আমার শোনে না কথা
চঞ্চল মন আমার শোনের না কথা

চঞ্চল মন আমার শোনে না কথা 
চঞ্চল মন আমার শোনে না কথা 
চঞ্চল মন আমার শোনে না কথা 


post by-comparekhujun.com










 


 




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url