COLE JAU SUSOMOY OBELAI ।চলে যাও সুসময় অবেলায়।
শিরনামঃ আমি নেই
শীল্পীঃ হৃদয় খান
👉💤💤💤💤👈
চলে যাও সুসময় অবেলায়
পিছু ডেকোনা আবার
ভুলে যত অবহেলার তোমার।
হ হ হ হ.............................
চলে যাব কেন ভাবো আমি তোমার
আসবোনা বাসবোনা ভালো তো আর,
চলে যাব শুধু ভাবো আমি নেই
বাসবো না ভালো তো আর কোনো দিনই।
এই অভিমান তো নয় , নয় বিসাদ, এ নয় অভিযোগ
এ আমার ম ভাঙ্গা অনুরাগের অনুযোগ,
চুলে যাও সুসময় অবেলায়
পিছু ডেকো না আবার
ভুলে যত অবহেলার তোমার
চলে যাব কেন ভাবো আমি তোমার
আসবোনা বাসবোনা ভালো তো আর,
চলে যাব শুধু ভাবো আমি নেই
বাসবো না ভালো তো আর কোনো দিনই।।
বিষাদী হাসিতে বাসী ফুল সাজায়ে রেখে
কত আর এভাবে অযথা যাবে দেখে।
চুলে যাও সুসময় অবেলায়
পিছু ডেকো না আবার
ভুলে যত অবহেলার তোমার
চলে যাব কেন ভাবো আমি তোমার
আসবোনা বাসবোনা ভালো তো আর,
চলে যাব শুধু ভাবো আমি নেই
বাসবো না ভালো তো আর কোনো দিনই।।
post by:- Comparekhujun.com
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url