অসাধারন কিছু ছোট গল্প

               


     ☺ চলুন পড়া শুরু করি ☺

 

জীবনে হারিয়েছি অনেক কিছু কিন্তু প্রাপ্তির খাতায় তেমন কিছুই যোগ করতে পারি নি৷ বছর কিভাবে কেটে যাচ্ছে তা বুঝতে পারার আগেই বড় হচ্ছি বহু গুণে। পাওয়া না পাওয়া নিয়েই যাচ্ছে দিন৷ জীবনে এখন পর্যন্ত স্পেশাল দিন কখনো আসে নি। সামনে আসবে কিনা জানি না। নিতান্তই সাধারণ জীবন যাপিত হয়ে চলেছে।

সব শেষে আমি যা বুঝলাম,আমি যেমন তেমনই যথেষ্ট।

আমার প্রতিটা ভাজ, প্রতিটা ক্ষত, প্রতিটা অপূর্ণতা এ সবই আমার  অংশ।


আমি জানি না কে কোন চোখে দেখে আমায়। আমি জানি না তারা আমায় কেমন ভাবে। তবে আমি অনেক বেশি পরিমাণে চাই এমন একজন মানুষ হতে যার মধ্যে কোনো হিংসা বা ঈর্ষা থাকবে না আর সে সবার ভালো থাকা দেখে আনন্দ খুঁজে পাবে। আমি আছি তবে থাকার বাসনা লালন করি না। আমি মৃত্যুর আগে চাইবো আমার কোনো শত্রু না হোক কারণ আমি শত্রুতা রক্ষা করতে পারবোনা। যারা আমায় কষ্ট দেয় আমি তাদের প্রতি ঘৃণা রাখি তবে তাদের আমি ক্ষমাও করে দিয়েছি সেই কবেই। আমি চাই কাছের মানুষ গুলো আমায় কোনোদিনই না বুঝুক কারণ বুঝতে চাইলেই নাকি মানুষ কাছে আসে আর না চাইতেই কষ্ট পায়। আর আমি কষ্টের কারণ হতে ইচ্ছুক না!

সবাই ভালোবাসুক আমায় এমন আকাঙ্ক্ষাও নেই আমার তবে কেউ ঘৃণাও না করুক। যারা চলে যায় বা যেতে চাইবে তাদের আটকানোর বৃথা চেষ্টাও আর করতে চাইনা।

অবশেষে মৃত্যুমুখে পতিত হলে সব স্মৃতি ভেসে আসবে যখন তখন যেন বলতে পারি জীবন সুন্দর ।


ডিজিটাল মার্কেটিং শেখার বিশ্বাস যোগ্য আইট হলো ঃ-



                                

আপনাকে সবাই বলবে আরে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে!

কিন্তু আপনি ই জানেন আপনার রাতে ঘুম হয়না, সকাল বেলা ঘুম থেকে উঠে অসহায় লাগে! আপনি ই জানেন আপনার খেতে বসলে গলা দিয়ে খাবার নামেনা! আপনি ই জানেন আপনার মাঝেমধ্যে দম বন্ধ হয়ে আসে! আপনি ই জানেন আপনার কিভাবে প্রতিটা সেকেন্ড কা***টে!  দূর থেকে কেউ বুঝবেনা! যার সাথে হয়, সে ই বোঝে! আর কেউনা!:)


- আমরা প্রতিটা মানুষই কিছু দুঃখ পুষে রাখি।যা একান্তই ব্যক্তিগত, খুব কাছের মানুষটার সাথেও আমরা সেই সব দুঃখ শেয়ার করি না। নিজের কাছেই নিজের সেই সব দুঃখ জমা রাখি! 

 
-হঠাৎ হঠাৎ সেই সব দুঃখ আমাদের মনের গহিনে হানা দেয়।আমরা এলোমেলো হয়ে যাই, ভেঙে পড়ি,কষ্ট পাই।একটা সময় পর আবার স্বাভাবিক হয়ে যায়, চোখের পানি মুছে আমরা আবার হাসি, নিজেকে ভালো রাখার তাগিদে আবার ব্যস্ত হয়ে যাই। কিন্তু হাজারো ব্যস্ততায় হঠাৎ হওয়া মন খারাপের কথা কেউ জানতে পারে না।

-শত আনন্দের মধ্যেও আমাদের মন খারাপ হয়,কষ্ট পাই,আমরা চাইও না কেউ এগুলো জানুক।কারণ কিছু দুঃখ আমাদের একান্তই ব্যক্তিগত , যে দুঃখ কষ্টের সাথে কারো কোনো জানা শোনা নাই:)


আমার কাছে যদি ভালোবাসার  মানে অথবা অর্থ জানতে চাওয়া হয় আমি নির্দিধায়  উত্তর দিবো অপেক্ষা। 


আপনি ভালোবাসছেন মানে আপনাকে অপেক্ষা করতে হবেই। আপনি একজনকে ভালোবেসেই পেয়ে গিয়েছেন এমনটা কখনো হয় নি আর হলেও একশততে একটা হয়েছে বাকি নিরানব্বই জন অপেক্ষা করেছে।  


আর এই অপেক্ষা কয়একদিন অথবা কয়এক মাসের জন্য নয়। এই অপেক্ষা অফুরন্ত সময়ের।  


কেউ কেউ অফুরন্ত  সময় অপেক্ষা করার পর ভালোবাসা পেয়েছে।  আবার কেউ কেউ অপেক্ষা করে  যৌবন পার করে দিয়েছে ভালোবাসা পাওয়ার জন্য।  


ভালোবাসার অর্থই অপেক্ষা।  যে অপেক্ষা করতে পারে না বা জানে না সে ভালোবাসতেই জানে না।  অথবা তার মধ্যে ভালোবাসা আসেই নাই।


যদিও ভালোবাসা এক এক জনের কাছে এক এক রকম।  এটা আমার ব্যক্তিগত মতামতা!:)


   এক নজরে শিখুন কিছু গুরুত্বপূর্ণ সূরা -

          


 

মাঝে মাঝে এমন হয় সব কিছু ঠিকঠাক আছে, বন্ধুবান্ধব আছে কিন্তু কেমন বিষন্ন লাগে।  কিচ্ছু ভাল্লাগে না, কোলাহল ভাল্লাগে না, কারো সাথে মিশতে ভাল্লাগে না, নিজের যত্ন নিতে ভাল্লাগে না, খাবার খেতে ভাল্লাগে না। চারিদিকের মানুষগুলোর দিকে তাকাতে ইচ্ছে করে না, কারো কথা শুনতে ইচ্ছে করে না 🌸

অতঃপর নিজেরই নিজেকে সামলাতে হয় :)


Life jai koren self respect tah dhore rakben !!! apni sobar jonno sob tuku diye care korben!? ekta somoy giye ami jante parben jader apni care korten,sob kicu rekhe somoy diten, tarai apnake chinbe nah! tader jonno joto kicu korechen tara sob sas a bolbe kicuy koren ni!! kokhono nijer self respect tah nosto korben nah !! nijer sob tuku diye manusher mon joy korechi ! sob sas a kicu paici hahaha never!!! apnar life joto manush joriye ase tader jonno apni sob korleo sob sas a kih sunben janen !? kicuy korenni!! kaw k respect korenni,time denni,karo care korenni,somoy denni,maya dekhanni,vlobashen ni,others sre joto kicu ase kicuy korenni!!! hahah jai koren kokhono manusher jonno nijer self respect sas korben nah!! haha hoto parben aka thakben !!! kono somporke kokhono beshi excited hoben nah !!! last moment apni bujte parben apni kicuy korenni!!haee tader behaviour apnake sei tah bujhai dibe !!! at last nijer self respect tah dhore raikhen!!!


আপনার ব্যবহারি সবার সাথে আপনার পরিচয় করিয়ে দিবে। 


আপনি হয়তো ভাবতে পারেন আপনি ভালো ব্যবহার করে আপনার ভিতরের মানুষটাকে লুকিয়ে রাখবেন। 


কিন্তু আপনি সেটা খুব বেশিদিন পারবেন না।  কোনো না কোনো ভাবে আপনার ভেতরের মানুষটা আপনার ব্যবহারে ভেসে  উঠবেই।


কারা যেন বলেছিলো এক দিন সব হবে,দেখতে দেখতে সব দিন ফুরিয়ে গেলো, তবুও সেই দিন টা আর জীবনে এলোই না..!

এক দিন সব হয় ?

__না, হয় না !

মানুষ এর জীবনে সুদিন বলতে কিছু নেই ।

আজ আপনার সাথে যা ঘটছে

তা মানিয়ে নিতে পারলে আজকের দিনটাই আপনার জন্য সুদিন হয়ে ধরা দিবে ।

মানুষের আজ যা নেই

তা একটা সময় পেয়ে যাবে এমন ধারণা নিয়ে

দিন গুনে গুনে বৃদ্ধ হওয়া মস্তিষ্কটা

একটা সময়ে গিয়ে বুঝতে পারে


সেই শূন্যতা তার এখনো আছে ;

আসলে কিছুই পাওয়া হয়ে ওঠেনি –


                                          
                                                      

                দান করার সঠিক এবং নির্ভর যোগ্য ওয়েব সাইট হলোঃ- আল-সুন্নাহ ফাউন্ডেশন



গত ক'দিনে আমি সবচেয়ে মিথ্যে কথা বলেছি। আমি কেমন আছি এই প্রশ্নত্তরে।  আসলে আমি জানিনা আমি কেমন আছি।  ইদানীং নিজেকে ছারখার লাগে অসহ্য লাগে। মুহুর্তে চিন্তা চিন্তা করতে নিজেকে আস্ত পাগল মনে হয়।  সবার সাথে চলছি, ঘুরছি, আড্ডা দিচ্ছি। 


আদতে আমি ভালো আছি কি-না কেউ জানতে চাইনি।  আমার সবচেয়ে বড় ব্যার্থতা হলো আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য আমার কোনো বন্ধু নেই।  আমার ভালো লাগা না লাগা, ইচ্ছে -অনিচ্ছা, একটু শান্তি খুঁজে দেওয়ার কেউ নেই। আমার কাঁধে আস্ত একটা ভরসা বিশ্বাসের হাত নেই।  


জীবন থেকে কত সময়ে চলে গেছে।  অতীতের  স্মৃতি স্কুল লাইফের বন্ধু-বান্ধব কাছের বড় ভাই ক্লান্ত দুপুর।   ভ্যাপসা ঘরমে এলোমেলো  ঘুরাঘুরি কিংবা নির্জনে বসে ঠান্ডা পানি খাওয়ার মত সময় নেই ।  সময় থাকলেও কেউ নেই।  কোথায় যেন আঁটকে গেছি। ইদানীং কাউকে আপন মনে হয়না। অল্পতেই কারো প্রতি ভীষণ রাগ হওয়ার গল্প যেন মিনিটের ব্যাবধান।  


আমি বোধহয় খুব অল্পতেই নুইয়ে পড়বো। বিংশ শতাব্দীতে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর ভয়ানক জন্তুু মানুষ হবে সেটা আদতে যদি কেউ জানতে তাহলেই নিশ্চয়ই নিজের গলা চেপে মরে যেত। আমি কি ভাবছি,  আমার মাথায় কি ঘুরপাক খাচ্ছে তার ১% আমি কাউকেই বুঝাতে পারছি। কাউকে না।কাউকে না


আমার ও আবার সুদিন আসবে। যেদিন আমিও আবার সবার মতো হয়ে থাকতে পারবো সবার সাথে মিশতে পারবো সবাই আমাকে নিয়ে মজা করবে, সময় কাটাবে, আড্ডা দিবে।কিন্তু দুঃসময়ের সময়ে কেউই তাদের ভালো সময়ের সাথে আমাকে এ্যাডজাস্ট করলো নাহ। ব্যাপার নাহ মাঝে মাঝে কিছু সময় গুলো মেনে নিতে হয় আমিও না হয়ে মেনে নিলাম।


একই নদীতে কেউ ভেসে আছে নির্ভয়ে, নির্দধায়, বিশ্বাসে।  সেই একই নদীতে আবার কেউ ডুবে  যাচ্ছে কারন তর মনে প্রবল ভয়,   নিজের প্রতি বিশ্বাস নেই।  সে শুনেছে নদীতে মানুষ ডুবে সেই ভয়ে সেও ডুবছে ।  


পৃথিবীতে কেউ। সফল হচ্ছে, নিজের  প্রতিভা দেখিয়ে উচ্চ পর্যায় যাচ্ছে।   আর কেউ সফলতা স্পর্শই করতে পারছে না, নিজেকে গুটিয়ে নিচ্ছে আন্ধকার জগতে,  থাকছে ডিপ্রেশনে করছে আত্যহত্যা।  


একই পৃথিবীতে,  একই দেশে থাকা মানুষ একজন সফল হচ্ছে আর একজন তলানিতে যাচ্ছে কেনো?  

যে সফল হচ্ছে  তার মধ্যে আছে  আত্যবিশ্বাস,  তার মধ্যে আছে সফলতা ছোয়ার জেদ।  

তলানিতে যাওয়া মানুষগুলোর মধ্যে যদি এই আত্যবিশ্বাস জেদ থাকে তারাও একদিন সফল হবে,  ফিরে পাবে সম্মান।  সবার আগে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে।


আমি এতোদিনে যেটুকু আন্দাজ করলাম,আমার লাইফে আসলে Love Language বলতে কিছু নাই।

আমার কান্নাভেজা চোখ দেখে কারো মন গলেনি,আমি কষ্ট পাবো ভেবে কেউ কোনো কাজে পিছপা হয়নি, 


এমনকি আমার মন খারাপ হবে ভেবে কেউ কোনো কথা মনে রাখেনি-বরং তীর্যকভাবে আমার দিকে নিক্ষেপ করে গেছে নিঃসংকোচেই।


মোট কথা,আমার আদ্র চোখ,রুক্ষ মুখ,মৌনতা,আমার নতি স্বিকার কারো মনে একটু আচড়ও কাটতে পারেনি। 


-আমার কোনো কর্মকান্ডে কেউ কখনো মায়া-ভালোবাসা খুঁজে পায়নি। 


-তাহলে লাভ ল্যাংগুয়েজটা আর আসলো কোত্থেকে? আমার লাইফে এসব ভারী কথাবার্তা রূপকথার মত,অবাস্তব একেবারেই কাল্পনিক!


এক নজরে কিছু গানের লিরিক্স দেখে নিন

  


পাখি আর মানুষদের মধ্যে একটা সুন্দর মিল আছে সেটা হলো পাখি মানুষদের ভয় পায় আার মানুষও মানুষকে কে ভয় পায়।  


মানুষ পাখি স্বিকার কারে স্বিকারী বানানোর জন্য ভালোবাসার জন্য। 

আর মানুষ মানুষ স্বিকার করে ধ্বংস করার জন্য, নিচে রাখার জন্য ঘৃনা করার জন্য। 


অথচ পাখি আকাশেই থাকতেই ভালোবাসে। ডানা মেলে ঝাপটতে ভালোবাসে। গাছের মগডালে ছোট্ট নারাকুটার থাকতেই সাচ্ছন্দ্য বোধ করে।  


আর মানুষ  মানুষ মানুষের ভালোবাসা পেতে চায়। মানুষ মানুষের বুকে আশ্রয় খুঁজে।  


পাখি আকাশে ডানা ঝাঁপটাবে জেনেও সে আকাশে ডানা ঝাঁপটায়।  কিন্তু মানুষ মানুষের কটু কথার ভয়ে সামনে আগায় না।


সবচেয়ে প্যাথেটিক লাগে কী জানেন?


ধরেন একজন আমার খুব ক্লোজ ছিলো, কোনো কারণে এখন তার সাথে আমার যোগাযোগ নাই। যখন যোগাযোগ ছিলো আমার মাধ্যমে তাকে আমার আশেপাশের সবাই মোটামুটি চিনসে। এখন যাদের চিনসে তাদের সাথে তার আবার অনেক খাতির। অথচ আমার সাথেই কথা হয় না এখন, এমনকি কোনোদিন কথা হওয়ার চান্সও নাই।


ভবের কি লীলা খেলা ভাই!!


 একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। 


-শুধু সুন্দর চেহারা দেখে কারো প্রতি হুট করে ভালোবাসা চলে আসেনা। তখন কাউকে পছন্দ হওয়ার আগে - পরিবার, ব্যবহার, ক্যারিয়ার, মানসিকতা, ব্যক্তিত্ব আরো একশোটা ফ্যাক্টর মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে।


-এই এতকিছু মিলিয়ে তারপর ধরেন কাউকে একটু একটু ভালো লাগতে শুরু করলো।তখন দেখবেন সে সিঙ্গেল না,আবার মনে করেন সিঙ্গেল হলোও কিন্তু সে তার এক্স কে এখনো গেট ওভার করতে পারেনা টাইপ আরো নানান ক্যাচাল।

ফুচকা খেতে খেতে গলির মোড়ে কারো চোখে চোখ আটকে গিয়ে প্রেমে পড়ার বয়স আপনার শেষ।


-এখন আপনার মানুষের চেয়ে ফুল লতাপাতা বেশি ভালো লাগে।কারো সাথে দুই ঘন্টার কফি ডেটে যাওয়ার চেয়ে কম্বলের নিচে গুটিশুটি মেরে পড়ে থাকতে বেশি ভালো লাগে।

এই বয়সে বোধহয় শুধু একটা কমফোর্ট জোন খোঁজে মানুষ।যেখানে গিয়ে হাঁফ ছেড়ে বাঁচা যায়।উষ্কখুষ্ক চুল, পুরোনো জামা,সদ্য ঘুম থেকে উঠে ফুলকো লুচির মত চেহারাটা নিয়ে যার সামনে নির্দ্বিধায় গিয়ে দাড়িয়ে পড়া যায়। 

-যার কাঁধে মাথা রাখলে সারাদিনের ক্লান্তি ফুরিয়ে যায়। হয়তো এরকম একটা কিছুর প্রেমে পড়ে মানুষ এই বয়সে।






বর্তমানে কিছু ছেলেমেয়ে আছে যারা অন্যদের আকৃষ্ট করতে পেরে নিজেদের অনেক বড় কিছু মনে করে।কিছু ছেলে আছে যারা ইনবক্স এ কতগুলো মেয়ের এসএমএস পেলেই তা স্টোরি তে পোস্ট করে ভাব নেয়,কিছু মেয়েরাও ইনবক্স এ ছেলেদের এসএমএস পেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তারা আসলে এগুলো পোস্ট করে নারীত্ব বা পুরুষত্ব প্রকাশ করতে চায়,যে তারা এতগুলো ছেলে বা মেয়েকে আকৃষ্ট করতে পারছে।কিন্তু প্রকৃতপক্ষে এটা বেহায়াপনা ছাড়া কিছু না!


 
আপনি যতোই এই কথাটা এড়িয়ে যান মানেন কিংবা না মানেন? একা থাকার মাঝে যেই চরম সুখ ফ্রেশনেস আছে, সেটা কারো সাথে জড়িয়ে আপনি পাবেন না। 
কারো সাথে জড়ালেই আপনি পাবেন, হতাশা, সময়ের বাঁধনের বেড়াজাল। হারানের ভয়, সন্দেহের বিষ মাখানো তীর?
পাবেন, আলভস্ পর্বত মালা যত্ন-বিশ্বাসের পরিবর্তে আটলান্টিক মহাসাগর পরিমান অবহেলা, পাবেন গভীর যাতনা। সহস্র বছর জমানো অনিদ্রার রাত।
একা থাকলে কোনো কিছু হারানোর ভয় নেই,নেই পেয়ে হারানোর বিষাদ।নেই ভেঙেচূরে পথ ভুলে হারায়ে ফেলার গন্তব্য। যিনি নিঃসঙ্গ তার শেষ ট্রেনে বাড়ি ফেরার তাড়া নেই, নেই ভুল ট্রেনে উটে ভুল স্টেশনে নামার তীব্র ইচ্ছে।


আপনি ইচ্ছা করলেই কাউকে পরিবর্তন করতে পারবেন না। যতোক্ষন পর্যন্ত না সেই মানুষটা নিজ থেকে পরিবর্তন হতে চায়, ততোক্ষণ পর্যন্ত কেউই তাকে পরিবর্তন করতে পারবে না। 

-জোর জবরদস্তি করে, ঝগড়া বিবাদ করে, হাতে পায়ে ধরে, বিভিন্ন কিছুর দোহাই দিয়ে কাউকেই পরিবর্তন করা যায় না। কেউ যদি চায় যে যাই বলুক সে তেমনই থাকবে, তো শুধু শুধু চেষ্টা করেও কিছুই ফলাফল আসবে না। 

-আপনি যেমন চান তেমন করে কাউকে না পেলে নিজেকেই পরিবর্তন করার চেষ্টা করুন। নিজেই পরিবর্তন হয়ে যান। এতে না আপনি কারো যন্ত্রণার কারন হবেন আর না আপনার নিজের যন্ত্রণা বাড়বে! 

-একদম চুপ হয়ে যান। চুপ হয়ে যাওয়াটাই হোক আপনার পরিবর্তনের প্রথম ধাপ। এতে করে পরের ধাপগুলো নিজ থেকেই তৈরি হয়ে যাবে।


একটা গল্প বলি!

আমার আসলে কোনো বন্ধু নাই। আবার আছেও। বলতে গেলে বিশেষ কেউ নেই। যে কিনা খোঁজখবর নিবে, আইডি অফ দেখলে কল দিবে। খুব প্ল্যান করে দেখা করবে। কেন নাই!? সেটার উত্তরও আমার জানা নাই। এমন না যে মানুষের সাথে আমার মিশে না। সবার সাথে আমার ভালোই বন্ডিং, ভালোভাবেই কথা হয়। কিন্তু কেন জানি তাও আমার কেউ নেই! 

মাঝেমধ্যে খুব খারাপ লাগে। খুব কান্না পায়। এরপর আবার নিজেই নিজেরে সামলায় ফেলি। যখন খুব লোয়েস্ট সময় চলে, তখন ফোনের কনটাক্ট লিস্টে খুঁজে এমন কাউকে পাবো না যে কল দিয়ে সব বলে ফেলি। 

আমি কেন!? 


এমন একজনকে ভালোবাসুন  যে আপনার মূল্য বোঝে, যে জ্ঞানে সমৃদ্ধ, যে সাফল্য-ব্যর্থতার মধ্যে আপনাকে সমর্থন করবে, যার চরিত্র ভালো এবং সুন্দর হৃদয়। এমন একজনকে ভালবাসুন  যে আপনার যত্ন নেবে এবং দুনিয়াতে আপনার জন্য থাকবে!


Just“Hi" lekho ami bolbo tomar kon jinishta amr shobcheye valo lage!
1. Tomar Name
2.Tomake
3.Tomar chok
4.Tomar hair
5.Tomar hasi
6.Tomar DP
7.Tomar cover photo 
8.Tomar post 
9.Nickname 
10.bio

যে যার কাছে শান্তি পায়,সে তার সাথেই থাকুক!

খুব কম মানুষই তার ভালোবাসার মানুষ টা কে নিজের করে পায়,খুব কম মানুষই। যারা পায় না,তারাই জানে এই হারানোর বেদনা কতো তীব্র! যারা পায়,তারাই লাকি! 

সেলিব্রেটি দের বিয়ে হলে  দেখবো কয় দিন টিকে বলে নজর লাগাইয়েন না, তারা সুখে আছে দেখলে দোয়া করেন। আপনার দোয়ায় আপনার নিজের এক পয়সার লস ও হবেনা! 
ভালোবাসায় আটকে থাকা মানুষজন তার ভালোবাসার মানুষ টা কে পেয়ে আজীবন সুখে থাকুক!


>>ফোনের চার্জ অনুযায়ী যে কোনো একটা প্রশ্ন করতে পারো!!!🙂
19%-I Love you?
20%-আপনার নাম্বারটা পেতে পারি?
21%- কোথায় থাকো?
22%- প্রেম করো?
23%- বয়স কত?
24%- প্রিয় খাবার কি?
25%- তোমার স্বপ্ন কী?
26%- কোনো meye কে কোনো দিন কষ্ট দিসো?
27%- বাড়ির কয় নাম্বার ছেলে ?
28%- best frnd আছে?
29%- সবচেয়ে বেশি ভয় পাও কাকে?
30%- গ্রীষ্মকাল নাকি শীতকাল ভালো লাগে?
31%- পড়াশুনা কোন বিষয় ভালো লাগে?
32%- পছন্দের রং?
33%- job নাকি  Student?
34%- তুমি কি রিলেশনে আছো?
35%- নামাজ পড়ো?
36%- বাবার থেকে পাওয়া সেরা শিক্ষা ?
37%- তুমি কি কাউকে কোনো দিন কষ্ট দিসো?
38%- কাকে সবচেয়ে বেশি ভালোবাসো?
39%- রান্না করতে পারো ?
40%- বয়স কতো?
41%- বাংলদেশের কোথায় থাকো?
42%- best Friend হতে পারি?
43%- তোমার কেমন মেয়ে পছন্দ?
44%- জীবনে স্বপ্ন কি ?
45%- এ পযর্ন্ত কয়টা রিলেশন করচ্ছো?
46%- প্রিয় জায়গা?
47%-  শখ কি ?
48%- তোমার বিয়েতে আমাকে দাওয়াত দিবা?
49%- কাকে সবচেয়ে বেশি ভালোবাসো?
50%-  লেখা পড়া করো?
51%কোন ক্লাস এ  পড়ো?
52%- কয় ভাই বোন ?
53%- বিয়ে কবে করবা?
54%- কেমন মেয়ে বিয়ে করবা
55%- Best Friend এর নাম কি?
56%- পছন্দের জায়গানাম কি?
57%- দেশের নাম?
58%- প্রথম ভালবাসা?
59%- রিলেশন করো নাই কোনো দিন?
60%-  ঝাল/মিষ্টি পছন্দ ?
61% - প্রিয় তারিখ?
62%- ক্রাশ এর নাম?
63%- আমাকে তোমার কি মনে করো?
64%-  খারাপ তারিখ?
65% - ঠান্ডা নাকি রাগী?
66%-  প্রিয় বিষয়?
67%- প্রিয় বছর?
68%- জন্মদিন কবে?
69%- তুমি কি Single?
70%- তুমি Single কেন?
71%- টিকটক আইডি আছে?
72%- প্রিয় গান?
73%- প্রিয় খাবার?
74%- কিসে পড়ো?
75%- ১ লক্ষ ₹ বিনিময়ে কি gf/bf কে থাপ্পড় দিতে পারবে?
76%- gf আছে?
77% - তোমার কোন কাজ টা তোমার ভালো লাগে?
78%-তোমার আসল নাম কি?
79%- তুমি কি কাওকে মিস করতেছো?
80%- কোথায় থাকো?
81%-  পছন্দের জেলা?
82%- তুমি কি অনেক রাগী?
83%- তুমি কি প্রেম করো?
84%- দুষ্টু নাকি রাগী?
85%- বাসায় মাইর খাও কার হাতে?
86%- প্রিয় মানুষটার নাম?
87%- কি সিম ব‍্যবহার করো?
88%- জব করো?
89%- প্রিয় সেলিব্রিটি ?
90%-  I love You বললে কি করবা?
91%- রোদ না বৃষ্টি ?
92%- সবচেয়ে বড় দূর্ঘটনা?
93%-  মায়ের থেকে পাওয়া সেরা শিক্ষা ?
94%-  ফোনটা কার টাকায় কেনা?
95%- জীবনে বড় ভুল?
96%- কেমন আছো?
97%- ওজন কতো?
98%- বিয়ে করোনা কেন?"_
99%- আমাকে বিয়ে করবে


I  am  a  round  shaped man;
Rolling  from  the  mountain  of  sorrow 
to  cross  the  field  of  happiness. 
Sprinting  through  a  tiny  field  of  joy 
to  climb  the  hills  of  distress:)🙂



I saw how many things changed in front of my eyes with the passage of time, only fate did not change; Instead of sadness, happiness has not yet come in life!:)



 



I am going through a strange time in my life. I am suddenly very disappointed. All of a sudden I'm getting new enthusiasm. I am giving a lot of motivation to my friend even if he is not sure what will happen to himself. Again, even after listening to someone's motivation, it seems that they are not saying anything bad. But he does not want to listen. Once it seems to see what the hell will happen. Another time it seems, no, this is the last chance!;)🧠🔪

When the shore of life sinks like a broken river, the taste of living is very insignificant, the breath is like a lie, the root clings and embraces death.!:)


You should not be present in the life of someone whose life your absence has no impact! Without whom you feel empty, feel helpless, afraid of losing, basically you are a distant person, this is the cruel truth.:)🙂


- আমরা প্রতিটা মানুষই কিছু দুঃখ পুষে রাখি।যা একান্তই ব্যক্তিগত, খুব কাছের মানুষটার সাথেও আমরা সেই সব দুঃখ শেয়ার করি না। নিজের কাছেই নিজের সেই সব দুঃখ জমা রাখি! 
-হঠাৎ হঠাৎ সেই সব দুঃখ আমাদের মনের গহিনে হানা দেয়।আমরা এলোমেলো হয়ে যাই, ভেঙে পড়ি,কষ্ট পাই।একটা সময় পর আবার স্বাভাবিক হয়ে যায়, চোখের পানি মুছে আমরা আবার হাসি, নিজেকে ভালো রাখার তাগিদে আবার ব্যস্ত হয়ে যাই। কিন্তু হাজারো ব্যস্ততায় হঠাৎ হওয়া মন খারাপের কথা কেউ জানতে পারে না।
-শত আনন্দের মধ্যেও আমাদের মন খারাপ হয়,কষ্ট পাই,আমরা চাইও না কেউ এগুলো জানুক।কারণ কিছু দুঃখ আমাদের একান্তই ব্যক্তিগত , যে দুঃখ কষ্টের সাথে কারো কোনো জানা শোনা নাই:)


দুঃখ লুকানো সবচেয়ে কঠিন কাজ!
তবুও লুকাতে হয়, নিজেকে হাসি-খুশি রাখতে হয়। নিজেকে শক্ত রাখতে হয়, নিজেকে ভরসা দিতে হয়। 'আপনি যত নিজেকে দুঃখী দেখাবেন, তত বেশি বিপদে পড়বেন! কারণ, মানুষ সুযোগের অপেক্ষায় থাকে অন্যকে নিচে নামানোর জন্য। আপনি তাদের রোষানলে পড়তে কিঞ্চিত সময়ও লাগবে না। একটা জিনিস কি জানেন, নিজেকে সুখী রাখার চাইতেও, নিজের দুঃখ লুকানো বেশি কঠিন...তবুও থাকুক না, কিছু একান্ত ব্যাথা!
একান্ত দুঃখ! শত দুঃখের পরেই তো সুখ আসে!:)


নিজেকে এখন আর হারিয়ে খুজি না
প্রত্যহ নতুন সত্তায় গাথি জীবন মালা।  

মুকুরে চোখ পড়লে হতবিহ্বল হয়ে প্রশ্ন করিনা নিজেকে, বদলে গেছো!?
মনীষীদের বিবর্তন আর আত্ম-উপলব্ধির সংজ্ঞা বোধহয় আয়ত্ত্ব করে ফেলেছি।

পরিবর্তনে মন্দ কি! 
রোজরোজ মাছভাতও তো একসময় বিষিয়ে ওঠে
রুচি বদল হাওয়া বদল, তবে জীবনচক্রে ফেঁসে চাল বদলাতে কেন এতো অনীহা! 

একই পথে দ্বিতীয় দফায়-ই যদি রোমাঞ্চ হারিয়ে যায়
তবে জীবন দশায় চলুকনা বদলখেলা!:)



যারা আমাকে অথবা আমাদের ঘৃনা করে, কষ্ট দেয় অথবা দুরে ঠেলে দেয় তাদের প্রতি আমি বা আমাদের কোনো অভিযোগ থাকা উচিৎ  নয় আমি মনে করি।  
কারন একজ অপরিচিত  লোক তো আমাদের ঘৃনা করে না যারা আমাদের ভালোবাসে তারাই একটা সময় আমাদের ঘৃনা করতে করতে শুরু করে।  যারা আমাদের খুব কাছে আসে একটা সময় তারাই আমাদের দুরে সরিয়ে দেয়।  যারা আমাদের সুখে রাখে একটা সময় তারাই আমাদের দুঃখ দেয়।  
তারা যখন আমাদের ভালোবাসে, কাছে আসে, সুখ দেয় তখন তো আমাদের কোনো অভিযোগ, অভিমান থাকে না। তবে কেনো তাদের যাবার বেলায় আমাদের এতো অভিযোগ,অভিমান,  মন খারাপ?  
তারা যখন আমি অথবা আমাদের জীবনে আসবে তখনি আমাদের মেনে নিতে হবে মানিয়ে নিতে হবে তারা আমাদের কিছু দিতে এসেছে আবার কিছু নিয়ে যাবে এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা থাকবে না।  
যে আমাকে ভালোবাসবে সেই আমাকে ঘৃনা করবে  এটা মনে রাখতে।
যদি সে যাবার বেলায় কষ্ট হয়, অভিযোগ হয় তাহলে তাকে প্রথমেই আটকে দিন।  অপরিচিতই রাখুন তাকে.!:)


হঠাৎ পুরনো স্ট্যাটাস গুলো ঘেঁটে দেখবে, লাইক কমেন্ট ট্যাগ করা অনেক বন্ধুই, প্রিয়জন এখন আর FB তে নেই এমনকি তোমার লাইফেও জড়িয়ে নেই. ব্যস্ততার ভিড়ে বাস্তবতার কাছে নিজেকে সপে দিয়েছে
মেসেঞ্জারে পিছিয়ে পড়া চ্যাটগুলো যখন পড়বে, হয়তো কারোও জন্য চোখটা ভিজে যেতে পারে, হঠাৎ ভার্চুয়াল জগতে কিংবা রিয়েল লাইফে প্রিয় হয়ে ওঠা বন্ধুটিও একদিন হারিয়ে যেতে পারে,
বাস্তবতার কাছে আমরা সবাই পরাজিত, তবুও কিছু কিছু স্মৃতি আমাদের তাড়া করে বেড়ায়, কিন্তু তাতে আর কি আসে যায়, সবাইতো ভালোই আছে.!:)


সব ই ঠিকঠাক চলে, তারপর কিজানি হয়! অশান্তি লাগে, মন প্রচন্ড খারাপ হয়ে যায়! অসহায়ত্ব বেড়ে যায়, সেই মুহুর্তে দুঃখের  গান শুনলে মনে হয় এই গান তো আমার জন্যই লিখছে! আরে এইসব তো আমার কথা!

নিজের অসহায়ত্ব কাউকে বুঝানো যায় না! যার সাথে কথা বলতে মন চায়,তাকে পাওয়া যায় না! মন খারাপের পরিমান আরো বাড়ে, নিজের প্রতি নিয়ন্ত্রণ আর থাকেনা!

কিছু সময় বড্ড খারাপ! বড্ড বেশি খারাপ..:)


নিজের দিক টা বুঝিয়ে বলতে না পারার ব্যর্থতা খুবই নির্দয়ভাবে চিবিয়ে ধরে মানুষকে এখানে চিৎকার করার সুযোগ নেই কারণ:)ব্যর্থতাটা নিজের তাই ব্যথাটা সহ্য করে যেতে হয় নিজেকে..ভেতর থেকে আমি কি অনুভব করছি:)তা মুখ পর্যন্ত আনা'টা আমার জন্য ঘুমের মধ্যে বোবা ধরার পর চিৎকার দেয়ার চেষ্টা করা সমতুল্য,যা শত চেষ্টার পরেও সম্ভব হয়ে উঠেনা.!

নিজের অবস্থান কাউকে বোঝাতে না পারার যন্ত্রণা ভাষায় প্রকাশ করা খুবই কষ্টকর মনে হয় আমার কাছে.!:)


কাউকে ভালোবাসি বলা, এক জিনিস আর মেকিং সামওয়ান ফিল দ্যাট ইউ লাভ দ্যাট পারসন রিয়েলি' ইজ টোটালি ডিফ্রেন্ট!

ম্যাজিকাল ঐ তিনটা ওয়ার্ড খুব সহজেই নিমিষেই বলে দেয়া যায়...কিন্তু সেই জিনিসটাই সেই মানুষটাকে ফিল করানোটা ভীষণ টাফ একটা ব্যাপার!
তুমি যে তাকে সত্যিই ভালোবাসো এইটা ফিল করাইতে পারলে দিনশেষে আর ফর্মালিটি মোতাবেক তিনবেলা ভালোবাসি বলে মুখে ফেনা তুলতে হয় না!

ভালোবাসলে সবসময় সব ভেঙেচুরে মুখে বলতে হয় না...তুমি তোমার মানুষটাকে কেমনে ট্রিট করতেসো সেটাই তাকে বুঝিয়ে দিবে তুমি তাকে ঠিক কতটা ভালোবাসো..!:)


আমি খুবই স্বার্থ'পর মানুষ!
কেউ আমাকে গুরুত্ব না দিলে আমিও তাকে গুরুত্ব দেই না,কেউ আমাকে মনে না রাখলে,আমিও তাকে আর মনে রাখি না। কেউ আমার ম্যাসেজের রিপ্লাই তাড়াতাড়ি করলে আমিও চেষ্টা করি তাকে দ্রুত রিপ্লাই করতে। আমি ছাড়া যদি আপনার জীবন স্বাভাবিক ভাবে চলে যায়। তাহলে আপনি ছাড়াও আমার জীবন স্বাভাবিক ভাবেই চলে যাবে।আপনি আমাকে যতটুকো priority দিবেন আমিও আপনাকে ঠিক ততটুকোই priority দিবো!
এতে যদি আপনার ভালো লাগে তাহলে ভালো,আর যদি ভালো না লাগে তাহলে আল্লাহ হাফেজ!:)


কেমন জানি একটা ঘোরের মধ্যে আটকা পড়ে গেছি। সুখ নাই, আবার দুঃখ বলতেও তো জীবনে কিছু দেখিনা। চারপাশে সবাই আছে, কিন্তু নিজেরে একা লাগে। বাঁচার কোনো কারণ খুঁইজা পাই না, আবার দুনিয়া থেকে চলে যাইতেও ভয় লাগে। 


আমাদের জীবনে এতো দুঃখ কেনো জানেন?  

কারন আমরা আমাদের বাস্তব জীবনকে  আমাদের কল্পনার জীবনের মত করে সাজাতে চাই যা কখনোই সম্ভব নয়।  

আর যখনই আমাদের বাস্তব জীবন কল্পনার জীবনের মত হয় না তখন আমরা কষ্ট পাই দুঃখ পাই, তখনই আমাদের বাস্তব জীবন কঠিন মনে হয়।  মনে হয় এ জীবন শুধু আমাদের  দুঃখই দিবে কখনোই সুখ দিতে পারবে না।  

প্রত্যেকটা মানুষেরই একটা অথবার তার অধিক কাল্পনিক জীবন থাকে।  তবে কাল্পনিক জীবনের সাথে আমাদের বাস্তব জীবন মিলানো উচিৎ নয়। 
বাস্তব জীবনকে মেনে নিতে পারলেই জীবন সুখের.!:)

      জেনে রাখুন
                                                                          


আমায় বরাবরই ব্যর্থতা  আঁকড়ে ধরে, আমি যে খুব বাজে একটা সস্তা মানুষ, দিন শেষে  শুণ্যতার বহুগুনে কতোই না বিষণ্নতা অনুভব করি |

একাকিত্মের পাশ থেকে অন্ধকার আমার আমিকে বড্ড কুড়ে করে রাখে, প্রিয়জনদের সাথে মহূর্তগুলো আমায় ডাকে, একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় কপালটা  বড্ড অসুখে ভুগে মরছে |
সবটা থেকেও যার লুকিয়ে বেঁচে থাকা, ভিড়ের মাঝে বিষন্নতার এক আকাশ সমান আদর মেখে নিশ্চয়ই ঘরছাড়া ক্লান্তিক ফেরিওয়ালা |

তবে এখানেই কিন্তু শেষ না!:)


ইনট্রোভার্ট মানুষগুলো একেকটা অভাগা!

নিজেকে কম এক্সপ্রেস করে এরা অনেককিছুই না পারে সহ্য করতে, না পারে মুখ ফুটে বলতে। এরা কেঁদে ফেলে। তবুও নিজের ভেতরটাকে প্রকাশ করতে পারে না, নিজের প্রয়োজন কিংবা অসুবিধার কথা কারো কাছে তুলে ধরতে পারে না। দিনশেষে মানুষ এদের ভুল বুঝে বসে থাকে, নয়তো এদের মন ভাঙে!


একই নদীতে কেউ ভেসে আছে নির্ভয়ে, নির্দধায়, বিশ্বাসে।  সেই একই নদীতে আবার কেউ ডুবে  যাচ্ছে কারন তর মনে প্রবল ভয়,   নিজের প্রতি বিশ্বাস নেই।  সে শুনেছে নদীতে মানুষ ডুবে সেই ভয়ে সেও ডুবছে ।  

পৃথিবীতে কেউ। সফল হচ্ছে, নিজের  প্রতিভা দেখিয়ে উচ্চ পর্যায় যাচ্ছে।   আর কেউ সফলতা স্পর্শই করতে পারছে না, নিজেকে গুটিয়ে নিচ্ছে আন্ধকার জগতে,  থাকছে ডিপ্রেশনে করছে আত্যহত্যা।  

একই পৃথিবীতে,  একই দেশে থাকা মানুষ একজন সফল হচ্ছে আর একজন তলানিতে যাচ্ছে কেনো?  
যে সফল হচ্ছে  তার মধ্যে আছে  আত্যবিশ্বাস,  তার মধ্যে আছে সফলতা ছোয়ার জেদ।  
তলানিতে যাওয়া মানুষগুলোর মধ্যে যদি এই আত্যবিশ্বাস জেদ থাকে তারাও একদিন সফল হবে,  ফিরে পাবে সম্মান।  সবার আগে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে।


একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। 

-শুধু সুন্দর চেহারা দেখে কারো প্রতি হুট করে ভালোবাসা চলে আসেনা। তখন কাউকে পছন্দ হওয়ার আগে - পরিবার, ব্যবহার, ক্যারিয়ার, মানসিকতা, ব্যক্তিত্ব আরো একশোটা ফ্যাক্টর মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে।

-এই এতকিছু মিলিয়ে তারপর ধরেন কাউকে একটু একটু ভালো লাগতে শুরু করলো।তখন দেখবেন সে সিঙ্গেল না,আবার মনে করেন সিঙ্গেল হলোও কিন্তু সে তার এক্স কে এখনো গেট ওভার করতে পারেনা টাইপ আরো নানান ক্যাচাল।
ফুচকা খেতে খেতে গলির মোড়ে কারো চোখে চোখ আটকে গিয়ে প্রেমে পড়ার বয়স আপনার শেষ।


যারা আমাকে অথবা আমাদের ঘৃনা করে, কষ্ট দেয় অথবা দুরে ঠেলে দেয় তাদের প্রতি আমি বা আমাদের কোনো অভিযোগ থাকা উচিৎ  নয় আমি মনে করি।  
কারন একজ অপরিচিত  লোক তো আমাদের ঘৃনা করে না যারা আমাদের ভালোবাসে তারাই একটা সময় আমাদের ঘৃনা করতে করতে শুরু করে।  যারা আমাদের খুব কাছে আসে একটা সময় তারাই আমাদের দুরে সরিয়ে দেয়।  যারা আমাদের সুখে রাখে একটা সময় তারাই আমাদের দুঃখ দেয়।  
তারা যখন আমাদের ভালোবাসে, কাছে আসে, সুখ দেয় তখন তো আমাদের কোনো অভিযোগ, অভিমান থাকে না। তবে কেনো তাদের যাবার বেলায় আমাদের এতো অভিযোগ,অভিমান,  মন খারাপ?  
তারা যখন আমি অথবা আমাদের জীবনে আসবে তখনি আমাদের মেনে নিতে হবে মানিয়ে নিতে হবে তারা আমাদের কিছু দিতে এসেছে আবার কিছু নিয়ে যাবে এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা থাকবে না।  
যে আমাকে ভালোবাসবে সেই আমাকে ঘৃনা করবে  এটা মনে রাখতে।
যদি সে যাবার বেলায় কষ্ট হয়, অভিযোগ হয় তাহলে তাকে প্রথমেই আটকে দিন।  অপরিচিতই রাখুন তাকে.!:)


আমি ভীষণ রকমের আবেগী মানুষ
আমি প্রেমিকা বা লাইফ পার্টনার হিসেবে আমি আমার চেয়ে তিনগুন বেশি আবেগি একজনকে প্রেফার করি।

কারণ আমি চাই না আমার মন খারাপ বা দুঃখের দিনে অন্য সবার মতো সব ঠিক হয়ে যাবে,বলে আমায় সান্ত্বনা দিক বা ম্যাচুউর মানুষের মতো আমার আবেগ প্রশমিত করুক।
এসব বলার ও করার মানুষের অভাব কোনো কালেই ছিলো নাহ। তাছাড়া একদিন বা একসময় সব ঠিক হবে এটা আমিও জানি।
আমি খুবকরে চাই কেউ একজন আমার মন খারাপের দিন,তারও মন খারাপ করুক।আমি চাই টলমল জলসমৃদ্ধ চোখ,যে চোখ, আমার অশান্তিতে অশান্ত নদীর মতো উত্তাল হবে।
আমি আসলে ভালোবাসা চাই, নিখাঁদ ভালোবাসা..!
যে ভালোবাসায়

সাপোর্ট করলে আরও সুন্দর কিছু কথা লিখবো
type by - comparekhujun 

 
  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url