৭ টি গুরুত্বপূর্ণ দোয়া



১-রাব্বানা আ-তিনা ফিদ্দুনিয়া  হাসানাতাও ওয়া-ফিল আখিরাতি হাছানাতাও ওয়া-কিনা আজাবান্নার।

অর্থ- হে, আল্লাহ তুমি আমাকে ইহকালিন যাবতীয় সুখ,শান্তি ও পরকালীন যাবতীয় সুখ ও শান্তি প্রদান কর ।  আর দোজ-খের আগুন থেকে আমাকে রক্ষা কর ।

-রাব্বিগ - ফির ওয়ার-হাম ওয়া- আনতা খাইরুর রাহিমীন । (ক্ষমা ও রহমতের দোয়া)

অর্থ- হে আল্লাহ , আমাকে ক্ষমা করে দাও , আর আমার প্রতি রহম - কর, তুমিই, তো উত্তম দয়ালু ।

৩-রাব্বি হাব-লি মি-নাস সালেহিন । (নেক সন্তানদের জন্য দোয়া)

অর্থ- হে আমার পালনকর্তা , আমাকে নেককার ,সৎ-কর্মশীল সন্তান , দান কর ।

৪-ওয়াছলিহলি ফী যুররি-ইয়াতি ইন্নি তুব-তু ইলাইকা  ওয়া ইন্নি মিনাল মুসলিমিন। (অবাধ্য সন্তান বাধ্য করার দোয়া)

অর্থ- আমার জন্য, আমার সন্তানদের মধ্যে প্রীতি দান কর । অবশ্যই, আমি তোমারই দিকে ফিরিতেছি এবং অবশ্যই -আমি মুসলমানদের অন্তর্ভূক্ত ।(সূরা আহকাফ আয়াত- ১৫)

-রাব্বা-নাগ ফির' লানা, যুনুবানা , ওয়া ইসরাফানা ফী- আমরিনা ওয়া- ছাব্বিত আক্কদামানা ওয়ানছুরনা আলাল কাওমিল ক্বাফিরীন । (কাফেরদের বিরুদ্ধে বিজয়ী হওয়ার দোয়া)

অর্থ- হে আমাদের পালনকর্তা , আমাদের গুনাহ এবং কোন কাজের-সীমা লঙ্ঘনকে তুমি ক্ষমা কর। আমাদের ঈমান, দৃঢ় রাখ এবং কাফেরদের বিরুদ্ধে আমাদের বিজয়ী কর ।   (সূরা আল ইমরানআয়াত- ১৪৭)

৬- আল্লাহুম্মাগ- ফিরলী ওয়ালিল মু-মিনিনা ওয়াল মু-মিনাতি ওয়াল-মুসলিমিনা ওয়াল-মুসলিমাতি (সকল মুসলমানদের জন্য দোয়া)

অর্থঃ হে আল্লাহ, তুমি আমার ও সমস্ত মু-মিন নর-নারীর এবং সমস্ত মুসলমান পুরুষ এবং স্ত্রীলোকের পাপ সমূহ মোচন করে দাও ।
৭-
রাব্বানা লা-তুযিগ কুলু-বানা বা’দা ইয হাদাই-তানা ওয়া-হাবলানা মিল্লাদুনকা রাহমাতান , ইন্নাকা আনতাল ওয়া-হাব । (ঈমানের সাথে মৃত্যু বরণ করার দোয়া)

অর্থ- হে আমাদের পালনকর্তা , সরলপথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিওনা এবং তুমি আমাদের প্রতি করুনা কর। তুমিই মহান দাতা ।(সুরা আল ইমরানআয়াত-০৮)


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • MdFarhan Hossan
    MdFarhan Hossan ৭ এপ্রিল, ২০২৫ এ ৬:৩২ PM

    sundor post

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url